সুইজারল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ: বারে প্রাণ হারাল ৪০ জন

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০৫:১৬:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরের একটি বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহতের সংখ্যা শতাধিক। তবে পুলিশ বা সুইস কর্তৃপক্ষ এখনও কতজন মারা গেছেন, তা নিশ্চিত করেননি।

সিএনএন ও বিবিসির প্রতিবেদন বলছে, স্থানীয় সময় রাত ১টার পর লাক্সারি কনস্টেলেশন বার-এ এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বহু মানুষ আতঙ্কের মধ্যে পড়ে যায়।

স্থানীয় পুলিশের মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ বলেন, ‘ভবনের ভেতরে শতাধিক মানুষ ছিলেন। বহু মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ মারা গেছেন।’ তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। 

সুইস দৈনিক ব্লিক ঘটনাস্থলের এক চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের সংখ্যা ডজনের মধ্যে হতে পারে। অবশ্য আঞ্চলিক দৈনিক লে নুভেলিস্ত জানিয়েছে, তাদের সূত্র অনুযায়ী নিহত প্রায় ৪০ জন এবং আহত প্রায় ১০০ জন হতে পারেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি রিসেপশন সেন্টার ও হেল্পলাইন চালু করেছে সুইস সরকার। পুলিশ এই ঘটনা কেন এবং কিভাবে ঘটেছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে।

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫:১৫

 

▎সর্বশেষ

ad