
ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন এই দম্পতি। তবে নিউইয়র্কের কনকনে ঠাণ্ডায় শীতকালীন পোশাকে এই দম্পতিকে দেখে চিনে ফেলেন এক অনুরাগী। তাঁর সঙ্গেই সেলফিতে ধরা দেন অভিষেক ও ঐশ্বরিয়া। গত ডিসেম্বরেই মুম্বই বিমানবন্দর থেকে তাঁদের বিদেশে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল।
এবার সেই সফরের একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে আসায় স্বস্তিতে ভক্তরা। দীর্ঘদিন ধরে চলা বিচ্ছেদের গুঞ্জন তাঁদের ১৪ বছরের কন্যা আরাধ্যার কানে পৌঁছেছে কি না, তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিষেক। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, আরাধ্যা অত্যন্ত পরিণত মনের মেয়ে। তাঁর কথায়, ‘আশা করি ও এসবের কিছুই জানে না।
ওর মা (ঐশ্বরিয়া) ওকে দারুণভাবে বড় করে তুলেছে। ও এখনো ফোন ব্যবহার করে না। বন্ধুদের ওর সঙ্গে কথা বলতে হলে ওর মায়ের ফোনেই ফোন করতে হয়। এই সিদ্ধান্তটা আমরা অনেক বছর আগেই নিয়েছিলাম।’২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি ১৮ বছর ধরে বলিউডের অন্যতম শক্তিশালী স্তম্ভ।
‘ধুম ২’ বা ‘গুরু’-র মতো ছবিতে তাঁদের অন-স্ক্রিন রসায়ন দর্শকরা আজও মনে রেখেছেন। কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, ঐশ্বরিয়া শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান: ২’ ছবিতে। এরপর তিনি আর নতুন কোনো প্রজেক্টের ঘোষণা করেননি। অন্যদিকে, অভিষেকের হাতে রয়েছে বেশ কিছু বড় কাজ।
খুব শিগগিরই তাঁকে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে শাহরুখ খান এবং সুহানা খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। নতুন বছরের এই পারিবারিক ছুটি প্রমাণ করে দিল যে, বাইরের গুজব যাই থাকুক না কেন, বচ্চন পরিবার আজও একসঙ্গেই জীবনের আনন্দ ভাগ করে নিতে পছন্দ করে।
কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ সন্ধা ৬:৪৯






