নতুন বছরে নিউইয়র্কে একান্তে ঐশ্বরিয়া-অভিষেক

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০৬:৪৯:৫৫ পিএম
বিনোদন ডেক্স : কয়েক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ও বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সব জল্পনায় জল ঢেলে নতুন বছরের শুরুতে নিউইয়র্কের রাস্তায় হাসিমুখে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন। সঙ্গে রয়েছে তাদের কন্যা আরাধ্যা বচ্চনও। বিদেশের মাটিতে বচ্চন দম্পতির এই একান্ত যাপনের ছবি সামাজিক মাধ্যমে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

খুব শিগগিরই তাঁকে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে শাহরুখ খান এবং সুহানা খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। নতুন বছরের এই পারিবারিক ছুটি প্রমাণ করে দিল যে, বাইরের গুজব যাই থাকুক না কেন, বচ্চন পরিবার আজও একসঙ্গেই জীবনের আনন্দ ভাগ করে নিতে পছন্দ করে।

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ সন্ধা ৬:৪৯

 

▎সর্বশেষ

ad