ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

তুরস্কে যেভাবে বিধ্বস্ত হলো লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমান

khurshed | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ০৬:৩৫:৩৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত করেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আল-হাদ্দাদ। সাক্ষাতের পর ফ্যালকন ফিফটি মডেলের বিমানে চড়ে আনকারার এসেনবোগা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে রওনা দেন লিবিয়ার সেনাপ্রধান ও তার চার সহযাত্রী।

কিন্তু, এরপরেই ঘটে বিপত্তি। রাত ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিমানটি হায়মানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ করেছিল। তবে এর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্থানীয়রা ওই এলাকায় একটি বিশাল বিস্ফোরণের আলো দেখতে পান। তুর্কি সীমান্তরক্ষী বাহিনী বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করেছে, যা আনকারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দক্ষিণে কেসিককাভাক গ্রামের কাছাকাছি। 
নিহতদের মধ্যে সেনাবাহিনী প্রধান আল-ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাওয়ী, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই ডিয়াব এবং একজন সামরিক ফটোগ্রাফার মুহাম্মদ ওমার আহমেদ মাহজবও রয়েছেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবিবাহ এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন। তিনি বলেন, এটি লিবিয়ার দেশরক্ষা বাহিনী এবং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
 
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটির কথাই বলা হয়েছে। এছাড়া ইস্তাম্বুলে দায়িত্বরত আল জাজিরার প্রতিনিধি জানান, প্রাথমিক আলামত অনুযায়ী এটিকে কারিগরি ত্রুটি মনে করা হলেও বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনাও চলছে।

 

 

খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad