ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ইমনের বিশ্বকাপ প্রস্তুতি বিপিএলে

khurshed | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ০৬:২৮:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : আসন্ন ১২তম বিপিএল শেষ না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজতে শুরু করবে। কেননা আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে গড়াবে বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্টে অংশ নিতে ২৮ জানুয়ারি বাংলাদেশ ছাড়বে লিটন দাসের দল। যে কারণে বিপিএল শেষে বেশি দিন সময় পাচ্ছে না দল। এই টুর্নামেন্ট দিয়েই প্রস্তুতি সারবেন জাতীয় দলের ওপেডনার পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি ওপেনার খেলছেন সিলেট টাইটান্সের হয়ে। আসন্ন টুর্নামেন্টকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে আজ (বুধবার) তিনি বলেন, ‘অবশ্যই এটা বিশ্বকাপের জন্য ভালো একটা প্রস্তুতি হবে। অনেকগুলো ম্যাচ থাকবে। তাই ভালো একটা প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ যেতে পারব, ভালো করতে পারব।’

পরে সিলেট দলের বর্তমান অবস্থা এবং প্রস্তুতি সেশন নিয়ে ইমন বলেন, ‘আমাদের দল খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তাই চেষ্টা করব আমরা আমাদের সেরাটা ওখানে দেওয়ার। সব মিলে আমাদের অনুশীলন সেশনগুলো খুব ভালো হয়েছে। আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ দেখা যাক সামনে কী হয়।’

ঘরের মাঠে খেলার সুবিধা প্রসঙ্গে এই ক্রিকেটার জানান, ‘হ্যাঁ, আমরা আসলে ঘরের মাঠের যে একটা সুবিধা, সেটা পেয়েছি। আমাদের খুব ভালো একটা ব্যবস্থাপনা ছিল দল থেকে। এটা আসলে খেলোয়াড়দের জন্য খুব ভালো সহায়ক ছিল।’

দলের সাধারণ পরিকল্পনা প্রসঙ্গে ইমন জানান, ‘সাধারণ পরিকল্পনা। খুব বেশি চিন্তা করছি না আমরা। আমরা চেষ্টা করব সবসময় ম্যাচ জেতার জন্য। স্বভাবিকই আছে সব।’ব্যক্তিগতভাবে কত বলে সেঞ্চুরি করার লক্ষ্য আছে, এমন প্রশ্নে ইমন বলেন, ‘না, বল নির্দিষ্ট না (সেঞ্চুরি করার)। এটা অবশ্যই সবাই চায় যে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে। তাই ওভাবে ভাবছি না, কেবল নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলার চেষ্টা করব।’

 

 

খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad