ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি, মনোনয়ন ফরম সংগ্রহ

khurshed | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ০৬:২৮:৩৬ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসন বরাদ্দের এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি জানায়, নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদসহ আরও সাতটি শরিক দল নিজ নিজ প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেবে। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এদিকে একই দিন দুপুর ১২টার দিকে দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।
 
মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন নুরুল হক নুরের বাবা ইদ্রিস হাওলাদার, ঢাকা উত্তর মহানগর গণ অধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান হাওলাদার, পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্যসচিব শাহ আলম শিকদার ও যুগ্ম সদস্যসচিব ছাদ্দাম মৃধা।
 
এছাড়া গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার, সদস্যসচিব জাকির হোসেন, দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়াসহ উপজেলা, জেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৫
▎সর্বশেষ

ad