রাজনীতি ডেক্স : তারেক রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ মঙ্গলবার এই মিছিল অনুষ্ঠিত হয়। এসময় তারেক রহমানকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন আইনজীবীরা। প্রসঙ্গত, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তার আগমনের দিনটিকে স্মরণীয় করে রাখতে চান দলটির নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে দলটির পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে রাজধানীতে জড়ো হবেন দলের নেতাকর্মীরা। ধারণা করা হচ্ছে, রেকর্ডসংখ্যক নেতাকর্মী ও জনমানুষের ভিড় হতে পারে রাজধানীতে।
এত বড় জমায়েত সামাল দিতে বিএনপি প্রস্তুত বলেও দাবি করা হয়েছে। বিএনপি নেতাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আসবেন।
কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৫৬






