নিউজ ডেক্স : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার মেক্সিকান নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে একজন চিকিৎসাধীন রোগীসহ আরো সাতজন আরোহী ছিলেন।

ফাউন্ডেশনটি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা গভীর সংহতি প্রকাশ করছি। শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে আমরা তাদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছি। নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছি এবং অগ্নিদগ্ধ শিশুদের মানবিক, সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ চিকিৎসাসেবা দেওয়ার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’ মেক্সিকোর নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গ্যালভেস্টনের দিকে যাওয়ার সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। তবে দুর্ঘটনার কারণ বা পরিস্থিতি সম্পর্কে তারা কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
এদিকে টেক্সাসের জননিরাপত্তা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)-এর তদন্তকারী দলগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। এনটিএসবির একজন মুখপাত্র জানান, তারা দুর্ঘটনাটি সম্পর্কে অবগত আছেন এবং এ বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। অন্যদিকে গ্যালভেস্টন কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, তাদের ডাইভ টিম, ক্রাইম সিন ইউনিট, ড্রোন ইউনিট ও টহল দলের কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কাজে অংশ নিচ্ছেন।
এই দুর্ঘটনার পেছনে আবহাওয়া কোনো ভূমিকা রেখেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে জাতীয় আবহাওয়া পরিষেবার আবহাওয়াবিদ ক্যামেরন বাতিস্টে জানান, গত কয়েক দিন ধরে এলাকাটিতে ঘন কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করছিল। তার ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর প্রায় আড়াইটার দিকে কুয়াশা আরো ঘন হয়ে আসে, তখন দৃশ্যমানতা নেমে আসে প্রায় আধা মাইল পর্যন্ত।
কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৩৪





