ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

এমপি হয়েও সরকারি হলে শো পাননি দেব

Mohon | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ - ০৪:১৩:০৯ পিএম

বিনোদন ডেক্স : ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন অভিনেতা ও সাংসদ দেব। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো প্রেক্ষাগৃহে যেমন দর্শক টেনেছে, তেমনি বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে। সেই সাফল্যের জেরে ইন্ডাস্ট্রির একাংশ ইতিমধ্যেই তাঁকে ‘মেগাস্টার’ বলেও আখ্যা দিয়েছেন। অথচ সেই ‘মেগাস্টার’-এর সিনেমাই নাকি জায়গা পাচ্ছে না কিছু প্রেক্ষাগৃহে।

এরই মধ্যে মঙ্গলবার দুপুরে দেব নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেখানে তিনি লেখেন, “এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে—কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার।

এই স্ট্যাটাসের পর খোঁজ নিয়ে জানা গেছে, কলকাতার রবীন্দ্র সদন চত্বরে অবস্থিত সরকারি প্রেক্ষাগৃহ নন্দন-এ দেবের সিনেমা ‘প্রজাপতি ২’ কোনো শো পায়নি। শুধু এবার নয়, গত কয়েক বছর ধরেই নাকি নন্দনসহ একাধিক সরকারি প্রেক্ষাগৃহে দেবের ছবি দেখানো হয় না।

এ নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে প্রশ্ন উঠেছে—এমপি হয়েও কি সরকারি প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখাতে পারছেন না দেব? সূত্রের খবর, গত কয়েক বছরে দেবের ছবিতে কখনও মিঠুন চক্রবর্তী, আবার কখনও রূপা গাঙ্গুলির মতো বিরোধী দলের পরিচিত মুখদের উপস্থিতির কারণেই নাকি সরকারি প্রেক্ষাগৃহে তাঁর সিনেমা শো পায় না। এর আগেও প্রথম ‘প্রজাপতি’ মুক্তির সময় প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

উল্লেখ্য, অতনু রায়চৌধুরী প্রযোজিত ও অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবিতে আরও রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুমেঘাসহ একাধিক পরিচিত মুখ।

 

 

 

কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad