বিনোদন ডেক্স : জার্মান অভিনেতা লার্স এইডিঙ্গার ডিসির পরবর্তী সিনেমা ‘ম্যান অফ টুমরো’-তে সুপারম্যানের শত্রু ব্রেইনিয়াকের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির পরিচালক জেমস গান শনিবার (২০ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ম্যান অফ টুমরো’-তে ব্রেইনিয়াক চরিত্রের জন্য আমরা লার্স এইডিঙ্গারকে বেছে নিয়েছি। ডিসিইউতে স্বাগতম, লার্স।

ব্রেইনিয়াক চরিত্রটি হলো অতি-বুদ্ধিমান একজন এলিয়েন, যার মহাবিশ্বের জ্ঞানের প্রতি তীব্র আগ্রহ রয়েছে। যে কিনা মহাবিশ্বের গ্রহগুলোকে কাচের জারে সংরক্ষণ বা ধ্বংস করার জন্য পরিচিত। চরিত্রটি ১৯৫৮ সালে লেখক অটো বাইন্ডার ও শিল্পী আল প্লাস্টিনো তৈরি করেছিলেন। সুপারম্যান সিনেমার পূর্ববর্তী তারকা ডেভিড কোরেন্সওয়েট ও নিকোলাস হোল্টকেও ‘ম্যান অফ টুমরো’-এ দেখা যাবে।
ছবিটি ৯ জুলাই, ২০২৭-এ মুক্তি পাবে। লার্স এইডিঙ্গার সম্প্রতি ‘জে কেলি-তে অভিনয় করেছেন। তার অন্যান্য সাম্প্রতিক সিনেমার মধ্যে রয়েছে ‘ডেড ল্যাঙ্গুয়েজ’, ‘দ্য লাইট’; তার ‘ডাইং’ সিনেমাটি ২০২৪ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছিল।
কুইক টিভি/ মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:৪১






