ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

শুভর সঙ্গে কেন প্রেম ভাঙল, জানালেন বিন্দু

Mohon | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ - ১২:৫৭:৩১ পিএম

বিনোদন ডেক্স : বিনোদন জগতের ছোট ও বড়পর্দার মডেল-অভিনেত্রী আফসান আরা বিন্দু একসময় নিয়মিত দেখা যেত। অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। কিন্তু কালের বিবর্তনে আজ তিনি হারিয়ে যেতে বসেছেন। অথচ একটা সময় ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও ছিলেন পরিচিত মুখ।

২০১৪ সালের পর বিন্দুকে আর পর্দায় দেখা যায়নি। এমনকি সামাজিক মাধ্যমেও ছিলেন অনুপস্থিত। প্রায় এক দশক পর ২০২৩ সালে ‘উনিশ২০’ নামের একটি ওয়েব ফিল্মে আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে নতুন রূপে ফিরে আসেন তিনি। ওয়েব ফিল্মটি দর্শকদের প্রশংসা কুড়ায় এবং পুরোনো জুটির রসায়ন নতুন করে আলোচনায় আসে। তারপর আবারও বিন্দু আড়ালে চলে যান।

শুরুর দিকেই তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন অভিনেত্রী। এরপর ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’ এবং ‘এই তো প্রেম’–এর মতো সিনেমায় কাজ করে নিজের অবস্থান আরও দৃঢ় করেন। ‘এই তো প্রেম’ সিনেমায় তার বিপরীতে ছিলেন ঢালিউড কিং শাকিব খান, যা বিন্দুর ক্যারিয়ারের একটি আলোচিত অধ্যায় হয়ে আছে। 

সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন আফসান আরা বিন্দু। সেখানে নিজের অভিনয়জীবন, বিরতি ও ব্যক্তিগত নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন অভিনেত্রী। 

একাধিক নাটকে আরেফিন শুভ-বিন্দু জুটির পর্দার রসায়ন যেমন প্রশংসিত হয়েছে, ঠিক তেমনই ব্যক্তিগতজীবন ঘিরেও একসময় প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কাজের ক্ষেত্রে দুজনের বোঝাপড়া আর অভিনয়ের স্বাভাবিকতা দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। 

আরেফিন শুভর সঙ্গে পর্দার রসায়ন প্রসঙ্গে বিন্দু বলেন, পর্দায় তার সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো—এটা সত্যি। এই রসায়নটা আসে দুজনের ভালো বোঝাপড়া থেকে। 

তিনি বলেন, শুভসহ যাদের সঙ্গে কাজ করেছেন, সবাই তার প্রতি সহযোগিতাপূর্ণ ছিলেন। দর্শকদের পছন্দের বিষয়টি ‘উনিশ২০’–তেও স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

প্রেম ভাঙল কেন?— সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, কেন প্রেম ভেঙে গেল—এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন তো কোনো কথা নেই। তিনি বলেন, আমরা কাজ নিয়ে এতটাই মনোযোগী ছিলাম যে, এর বাইরে অতিরিক্ত কিছু ভাবার সুযোগই ছিল না। আমরা সবাই কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম। 

 

 

 

কুইক টিভি/ মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:৫৬

▎সর্বশেষ

ad