
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশের ঐক্য, সংহতি ও গণতন্ত্রের প্রতীক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নওগাঁয় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর নওগাঁ দপ্তরীপাড়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নওগাঁ সদর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তুহিন এর পক্ষ থেকে আরজী-নওগাঁ, দপ্তরীপাড়া ও মধ্যপাড়া এলাকাবাসী আয়োজন করেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, বিশেষ মোনাজাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়। স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০৫






