ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

র‌্যাঙ্কিংয়ের আটে মোস্তাফিজ, বড় লাফ ইমনের

Ayesha Siddika | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ - ০৬:০৮:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বুধবার (৩ ডিসেম্বর) হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে দুই ধাপ উন্নতি করে বোলারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে উঠে আসলেন টাইগার পেসার মোস্তাফিজ। গতকাল আইরিশদের বিপক্ষে জয়ের ম্যাচে ১১ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি। যা তার র‌্যাঙ্কিংয়ের উন্নতিতে ভূমিকা রেখেছে। সিরিজের বাকি দুই ম্যাচে অবশ্য উইকেটশূন্য ছিলেন এ পেসার।

এছাড়া ৩ ধাপ এগিয়ে ১৪ নম্বরে রয়েছেন শেখ মেহেদী হাসান। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচে সুযোগ পেয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। নাসুম আহমেদ এগিয়েছেন ৫ ধাপ, রয়েছেন ২৫ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলে অবশ্য উইকেটশূন্য ছিলেন তিনি। সমান ৫ ধাপ উন্নতি করে রিশাদ হোসেন আছেন ১৯তম স্থানে। সিরিজে দুই ম্যাচ খেলে তার শিকার ৪ উইকেট। ২ ধাপ এগিয়ে তানজিম হাসান সাকিব আছেন ৫০ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে ৫৫ রানের অপরাজিত ঝকঝকে ইনিংস খেললেও প্রথম দুই ম্যাচের ব্যর্থতায় পিছিয়েছেন তিনি। তবে তার ওপেনিং সঙ্গী পারভেজ হোসেন ইমন ২১ ধাপ এগিয়ে রয়েছেন ৩৮ নম্বরে। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১ রান করে আউট হলেও পরের দুটিতে যথাক্রমে ৪৩ ও ৩৩* রান করেছিলেন তিনি।

৯ ধাপ পিছিয়ে সাইফ হাসান আছেন ইমনের পরেই, ৩৯ নম্বরে। পুরো সিরিজে আলো ছড়াতে পারেননি তিনি। খেলেছেন ৬, ২২ ও ১৯ রানের ইনিংস। ৫ ধাপ উন্নতি করেছেন তাওহীদ হৃদয়, রয়েছেন ৪২ নম্বরে। প্রথম টি-টোয়েন্টিতে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলার পর, দ্বিতীয়টিতে ৬ রান করে আউট হয়েছিলেন। আর শেষ ম্যাচে মাঠে নামতে হয়নি তাকে।

৩ ধাপ পিছিয়ে জাকের আলী অনিক রয়েছেন ৬৮তম স্থানে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ভারতের অভিষেক শর্মা এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে আরেক ভারতীয় বরুণ চক্রবর্তী শীর্ষস্থান ধরে রেখেছেন।

 

 

আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad