
ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলাবাসী। বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ দোয়ার আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সকলকে শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন। তিনি সারাদেশের আপামর জনসাধারণের নেত্রী। তার অসুস্থতায় সকলের মন কাঁদছে। এজন্য চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের জনগণ এ দোয়ায় শরীক হবেন।’
অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:৩৫






