ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

স্মিথের চোখের নিচের কালো টেপ কেন?

Mohon | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ - ১০:৪৯:৫৪ এএম

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট শিবনারায়ণ চন্দরপল দুই চোখের নিচে কালো টেপ লাগিয়ে মাঠে নামতেন। ক্রিকেটপ্রেমীদের অনেকেরই মনে আছে সে কথা। বইয়ের ভাষায় যাকে বলা হয় ‘অ্যান্টি গ্লেয়ার স্ট্রিপস’ বা ‘আই ব্ল্যাকস’। রোদের ঝলকানি কমিয়ে বল দেখা সহজ করার জন্যই এই বিশেষ টেপ ব্যবহার করতেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সেই দৃশ্যই যেন ফিরে এল। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথকে অনুশীলনে চোখের নিচে একই ধরনের কালো টেপ পরতে দেখা গেছে, যা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট-দুনিয়ায়।

বৃহস্পতিবার শুরু হবে গ্যাবার দিবারাত্রির গোলাপি বলের টেস্ট। ফ্লাডলাইটের তীব্র আলোয় বল শনাক্ত করাকে সহজ করতে স্মিথ এই টেপ ব্যবহারের কথা ভাবছেন বলে জানা গেছে। ক্রিকেটে এমনটা বিরল হলেও ফুটবল, বেসবলের মতো আমেরিকান খেলায় বিষয়টি বেশ পরিচিত। ১৯৩০-এর দশকে বেসবল কিংবদন্তি বেব রুথ এবং পরবর্তী সময়ে এনএফএলে টম ব্রাডিকেও এই টেপ পরে খেলতে দেখা গেছে। স্মিথের এই নতুন উদ্যোগকে ঘিরে সতীর্থ মার্নাস লাবুশেন বলেন, ‘নিশ্চয়ই এর পেছনে কোনো বিজ্ঞান আছে। আমি খুব গভীরে ভাবিনি, তবে মনে করি আলোর প্রতিফলন কমাতে এটা সহায়তা করে।

 

কুইক টি ভি/মহন/০২ ডিসেম্বর ২০২৫/সকাল ১০:৪৯

 

▎সর্বশেষ

ad