ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, মান্নার অভিযোগ

Ayesha Siddika | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ - ০৫:১৮:৫৫ পিএম

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।
এ সময় মান্না বলেন, ‘দেশের মানুষের লড়াই একদলকে বদলে আরেক দলকে ক্ষমতায় বসিয়ে দেয়া নয়। বরং এই লড়াই সমাজকে বদলে দেয়ার।’
দুমাস পর নির্বাচন হয়ে গেলে সরকারের উপদেষ্টাদের পাওয়া যাবে না উল্লেখ করে তিনি বেলন, ‘এখন মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে।’
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘এই সরকারের উপদেষ্টারা নিজ নিজ ক্ষেত্রে সফল হলেও রাজনৈতিক দিক থেকে আনাড়ি। তারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, ‘জুলাই জাতীয় সনদে সবাইকে নিয়ে সই করা গেলে সেটা কাঙ্ক্ষিত হতো। সনদের ৮৪টি প্রস্তাব রয়েছে। অনেকে নোট অব ডিসেন্ট দিয়েছেন। এই সনদ বাস্তবায়নে গণভোটে যাওয়ার কথা।’
একক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির নোট অব ডিসেন্ট সবচেয়ে বেশি। যতখানি ঐকমত্যে পৌঁছাতে পেরেছি সেগুলো নিয়ে যাতে আবার অনৈক্য না দেখা দেয়। গণভোটে নোট অব ডিসেন্টের মীমাংসা হয়ে যাবে ব্যাপারটা এমনও নয়।’
পরিস্থিতি জটিল করে নির্বাচনকে পেছানোর চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।
অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সাইফুল হক বলেন, ‘এই নিবার্চন গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে দিতে পারবে কি না সে বিষয়ে ভেবে চিন্তে এগুতে হবে।’
ঐকমত্য কমিশনের সুপারিশ এখনও চূড়ান্ত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার বিশেষ কোনো দলের প্রতি ঝুঁকে গেলে শুধু দেশের মানুষই নয় বরং সরকার নিজেও বিপদে পড়বে। সরকার ভিন্ন পথে হাটার চেষ্টা করলে সংকট বাড়বে।’

আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৫৫
▎সর্বশেষ

ad