ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

ভারত সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ - ০৪:৪৫:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠের বাইরে ছিলেন টেম্বা বাভুমা। চোটের কারণে খেলতে পারেননি তিনি। সেই চোট কাটিয়ে আবারো মাঠে ফিরছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক। ভারতের বিপক্ষে সিরিজের দলে আছেন তিনি। 

ভারত সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এর আগেই ক্রিকেটে ফিরছেন বাভুমা। ভারত ‘এ’ দলের বিপক্ষে সাউথ আফ্রিকা ‘এ’ দলের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নেবেন তিনি।

‘এ’ দলের ম্যাচ শেষে জাতীয় দলে যোগ দেবেন বাভুমা। বাভুমা ফেরায় টেস্ট দলে জায়গা হারিয়েছেন ডেভিড বেডিংহ্যাম। পাকিস্তান সিরিজের দলে থাকলেও তিনি কোনো ম্যাচ পাননি।

ভারতের বিপক্ষে প্রোটিয়াদের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ ডিসেম্বর। প্রথম টেস্টটি হবে কলকাতায়। দ্বিতীয় টেস্ট হবে ২২ ডিসেম্বর গৌহাটিতে। টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল-

টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনে, ডেওয়াল্ড ব্রেভিস, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, করবিন বশ, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, সেনুরান মুত্থুস্বামী, কাগিসো রাবাদা ও সাইমন হার্মার।

 

 

আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad