
আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচন এ বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির
বুধবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে লাক্সন বলেন, এই অস্থির ও অনিশ্চিত বিশ্বে কে স্থিতিশীল ও শক্তিশালী সরকার দিতে সবচেয়ে উপযুক্ত, তা নিউজিল্যান্ডের জনগণকে বেছে নিতে হবে।
লাক্সন একজন সাবেক বিমান সংস্থার নির্বাহী এবং অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী। তার রাজনৈতিক উত্থান ছিল ২০২০ সালে। সেবার তিনি এমপি নির্বাচিত হন। এক বছর পর ন্যাশনাল পার্টির নেতা হন। পরের বছর ২০২৩ সালে প্রধানমন্ত্রী হন।
বর্তমানে নিউজিল্যান্ডের জনগণ উচ্চ জীবনযাত্রার ব্যয়, বাসস্থান সংকট এবং ৫ শতাংশের বেশি বেকারত্বের মুখোমুখি। দেশটির অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। তাই ক্ষমতায় থাকার সময় তার জনপ্রিয়তা কিছুটা কমেছে। ২০২৩ সাল থেকে তাসমান সাগর পাড়ের দেশটি শাসন করছে একটি রক্ষণশীল জোট সরকার। যেখানে লাক্সনের ন্যাশনাল পার্টির সঙ্গে রয়েছে ছোট দুই দল নিউজিল্যান্ড ফার্স্ট ও অ্যাক্ট।
জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, ন্যাশনাল নেতৃত্বাধীন জোট এবং লেবার নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। লাক্সন ও তার ন্যাশনাল পার্টি অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতির ওপর ভর করে আবার ক্ষমতায় ফেরার আশা করছে। লাক্সন জানিয়েছেন, পরবর্তী সাধারণ নির্বাচনের সাংবিধানিক শেষ সময়সীমা হলো ১৯ ডিসেম্বর।
আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৫





