
স্পোর্টস ডেস্ক : সপ্তাহ ঘুরতেই বদলে গেল ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। দুর্দান্ত ধারাবাহিকতায় ভারতীয় ব্যাটিং গ্রেট বিরাট কোহলিকে সরিয়ে চূড়ায় জায়গা করে নিলেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল।
যথারীতি বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সপ্তাহিক হালনাগাদে এক ধাপ এগিয়েছেন মিচেল। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠলেন তিনি। গত নভেম্বরে মাত্র তিন দিনের জন্য চূড়ায় ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। সাড়ে চার বছর পর গত সপ্তাহে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ফেরেন কোহলি। কিন্তু সিংহাসন ধরে রাখতে পারলেন না তিনি। ৭৯৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেলেন দুইয়ে।
ইন্দোরে গত রবিবার ভারত-নিউ জিল্যান্ডের সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে কোহলির (৭৮৫) চেয়ে এক পয়েন্টে পিছিয়ে ছিলেন মিচেল (৭৮৪)। ম্যাচটিতে ক্যারিয়ার সেরা ১৩৭ রানের ইনিংস খেলে এখন ৫০ পয়েন্টে এগিয়ে গেছেন মিচেল (৮৪৫)।
রান তাড়ায় সেদিন সেঞ্চুরি পেয়েছিলেন কোহলিও। ১২৪ রানের ইনিংসে তার রেটিং পয়েন্ট বেড়েছে কেবল ১০। ম্যাচটি ৪১ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে কিউইরা। ভারতের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে তারা। সিরিজের সব ম্যাচেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন মিচেল। যার মধ্যে দুটি সেঞ্চুরি। মোট ৩৫২ রান করে জিতে নেন সিরিজ সেরার পুরস্কার। তিন ম্যাচের সিরিজে নিউ জিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন তিনি।
র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে এখন চারে রোহিত শার্মা। তাতে এক ধাপ উপরে উঠে তিনে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। আগের মতোই পাঁচে ভারত অধিনায়ক শুবমান গিল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৬ রান করে ১৬ ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে আছেন গ্লেন ফিলিপস। তার সতীর্থ উইল ইয়াংয়ের অগ্রগতি ১০ ধাপ, অবস্থান ৪৪তম।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান। দুইয়ে ইংল্যান্ডের জফ্রা আর্চার। ভারতের কুলদিপ ইয়াদাভের (সপ্তম) চার ধাপ অবনতিতে এক ধাপ করে উপরে উঠেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা (তৃতীয়), দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ (চতুর্থ) ও নামিবিয়ায় বেনার্ড শুলজ (পঞ্চম)। দুই ধাপ এগিয়ে ছয়ে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড।
নিউ জিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ৬ ধাপ এগিয়ে এখন ৩৩তম স্থানে। বড় লাফ দিয়েছেন ভারতের হার্শিত রানা। ২৭ ধাপ উন্নতি করে ৫০ নম্বরে এই পেসার। ১৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৪তম স্থানে তার সতীর্থ আর্শদিপ সিং। ওয়ানডেতে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
অনিমা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০৮






