সিলেটকে হারিয়ে বিপিএল ফাইনালে রাজশাহী

Ayesha Siddika | আপডেট: ২১ জানুয়ারী ২০২৬ - ১০:১৬:২১ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে উঠে গেল রাজশাহী। বুধবার সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠে যায় রাজশাহী। শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে মিরপুরে বিপিএল ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী।

এদিন মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। 

টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি সিলেট। জয়ের জন্য শেষ ৭ ওভারে ৪০ রান প্রয়োজন ছিল সিলেটের। হাতে ছিল ৬ উইকেট। উইকেটে ছিলেন স্যাম বিলিংস ও আফিফ হোসেন। এরপরও ১২ রানে হেরে যায় তারা।

দুর্দান্ত বোলিং করেছেন বিনুরা ফার্নান্দো। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের শাহিবজাদা ফারহান ক্যাচ নিয়ে গড়েছেন রেকর্ড। বিপিএলে এর আগে কেউ এক ম্যাচে ৫ ক্যাচ নিতে পারেননি।

 

 

আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ৯:২৪

▎সর্বশেষ

ad