পাকিস্তানি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ২১ জানুয়ারী ২০২৬ - ০৮:৫২:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে রাশিয়া।

দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া’য় (আরইউডিএন) বিনামূল্যে পড়তে পারবেন পাকিস্তানিরা। পাকিস্তানে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের জন্য পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ার ওপেন অলিম্পিয়াডের অনলাইন পর্বে আনুষ্ঠানিক নিবন্ধন শুরু হয়েছে।

দূতাবাস তাদের এক্সে লিখেছে, ‘রাশিয়ায় পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক পাকিস্তানের উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সুখবর!’ সেখানে জানানো হয়, ‘উচ্চমাধ্যমিক পাস শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য যোগ্য।

অলিম্পিয়াডে বিজয়ীরা রাশিয়ান সরকারের কোটার আওতায় আরইউডিএনে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেতে পারেন। দূতাবাসের তথ্য অনুযায়ী, অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জনকারীরা রাশিয়ান সরকার কোটার আওতায় আরইউডিএনে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। রানার-আপরা উল্লেখযোগ্য পরিমাণ টিউশন ফি ছাড় পাবেন এবং বিজয়ীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকলে তারাও সরকার কোটার আওতায় বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেতে পারেন।

অংশগ্রহণের জন্য আবেদনকারীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। অনলাইন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপে ব্যক্তিগত সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

 

 

আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad