
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দল বললে চোখের সামনে ভেসে ওঠে সবুজ রঙা একটি জার্সির ছবি। তবে এবার সেই সবুজ রঙা জার্সি ছেড়ে নতুন রঙের জার্সি পরতে চলেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দেখা মিলবে এমন জার্সির।
২৮ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে শুধু জার্সিতেই গোলাপি থাকবে না। পিসিবি জানিয়েছে, পুরো স্টেডিয়ামকেই সেদিন ‘গোলাপি’ রঙে সাজানো হবে। পিসিবি জানিয়েছে, ‘২৮ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যখন পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে, তখন পুরো স্টেডিয়াম রঙিন হয়ে উঠবে গোলাপি রঙে।’
বোর্ডের এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কর্পোরেট সামাজিক দায়িত্বের অংশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিংক রিবন পাকিস্তানের সঙ্গে মিলে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়ানোর এই উদ্যোগ নিয়েছে।’
পিসিবির ঘোষণায় জানা গেছে, পাকিস্তানের খেলোয়াড়রা বিশেষ গোলাপি রঙের জার্সি পরবে। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা গোলাপি ফিতা ধারণ করবেন। কোচিং স্টাফ, ধারাভাষ্যকার ও সম্প্রচারক কর্মীরাও এই ফিতা পরে অংশ নেবেন।
ম্যাচে ব্যবহার করা হবে গোলাপি ব্র্যান্ডিং করা স্টাম্প। পাশাপাশি, সরাসরি সম্প্রচারে স্তন ক্যান্সার সম্পর্কে বার্তা প্রচার করা হবে। পিসিবি জানিয়েছে, লাহোরের কালমা চকে অবস্থিত পিংক রিবন ব্রেস্ট ক্যান্সার ট্রাস্ট হাসপাতালে ওই দিন বিনা মূল্যে পরীক্ষা ও স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে।
আয়শা/২৬ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০০






