ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার

Ayesha Siddika | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ - ০৫:২৫:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : একজন মোটরবাইক আরোহী শ্লীলতাহানির ওই ঘটনা ঘটান। দুই ক্রিকেটার সঙ্গে সঙ্গে নিরাপত্তা টিমকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যান অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্স। এ ঘটনায় এমআইজি পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘সিএ নিশ্চিত করছে যে, ইন্দোরের একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্যকে একজন মোটরসাইকেল আরোহী অযৌক্তিকভাবে স্পর্শ করেছিলো। দলের নিরাপত্তারক্ষীরা বিষয়টি পুলিশকে জানিয়েছে, যারা বিষয়টি দেখছে।’

অভিযোগের পর সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা ওই দুই নারী ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বক্তব্য লিপিবন্ধ করেন। এ ঘটনায় একটি মামলাও হয়। শুক্রবার পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। সাব-ইন্সপেক্টর নিধি রগুবংশী বলেছেন, দুই ক্রিকেটার রাস্তা দিয়ে হেঁটে ক্যাফেতে যাচ্ছিলেন। ওই সময় ওই মোটরবাইক আরোহী তাদের ‘অনুপযুক্তভাবে’ স্পর্শ করেন।

শ্লীলতাহানির ওই ঘটনা ঘটে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে জেতার পরের দিন। শুধু ইংল্যান্ডের বিপক্ষেই নয়, অজিরা জিতেছে আরও চার ম্যাচে। ৬ ম্যাচের মধ্যে একটি পরিত্যক্ত হয়েছিল। টেবিলে তাদের পয়েন্ট ১১, আজ শেষ ম্যাচ খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা অজিরা এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। দক্ষিণ আফ্রিকা ১০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। প্রোটিয়াদের পাশাপাশি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ইংল্যান্ড ও ভারতেরও।

 

 

আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad