ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

হঠাৎ করে ম্যাচ খেললে মানিয়ে নেওয়া কঠিন : সৌম্য

Ayesha Siddika | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ - ১২:৫৫:০৬ এএম
স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে গেল বছর পাঁচেক ধরে যাওয়া-আসার মধ্যে আছেন সৌম্য সরকার। এই সময়ের মধ্যে কখনো নিয়মিত দলে জায়গা করে নিতে পারেননি এই ওপেনার। তবে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সবকটি ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি।

প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ৪৫ এবং আজ শেষ ম্যাচে করেছেন ৯১ রান। যদিও সেঞ্চুরির আক্ষেপ থেকে গিয়েছে তার মধ্যে। ম্যাচ শেষে এদিন সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন সৌম্য। পরে সেখানে তিনি জানান, উইকেট সহজ না কঠিন এসব কিছুই ভাবেননি তিনি।

সৌম্য বলছিলেন, ‘ওরকম কোনো চিন্তাই করিনি আমরা দুজন। পজিটিভ ইনটেন্ট রাখার চেষ্টা করেছি। অনেকদিন পর বলতে, আমি নিজেই অনেক দিন পর জাতীয় দলে খেলছি, ওয়ানডেতে। এটা কঠিন আমার জন্য। যখন হঠাৎ করে অনেক দিন পরে এসে ম্যাচ খেলা লাগে, মানিয়ে নেওয়া লাগে। এটা সব খেলোয়াড়ের জন্যই কঠিন।’

কৃতজ্ঞতা প্রকাশ করে সৌম্য বলেন, ‘ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তাকে এবং আমার পরিবারকে, আমার স্ত্রীকে। তারা সবসময় যেভাবে আমাকে সমর্থন করেছে। যত কঠিন সময় আসুক, যেকোনো পরিস্থিতিতে তারা আমাকে বলেছে কষ্ট করলে ফল অবশ্যই আসবে।’‘সবসময় ফ্যানদের জন্যই খেলি। ধন্যবাদ, সবসময় সাপোর্ট করবেন। আমাদের জন্য প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন।’

 

 

আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/রাত ১২:৪৪

▎সর্বশেষ

ad