ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

সৌম্যর সেঞ্চুরি মিস দেখে আফসোস হচ্ছে বুলবুলের

Ayesha Siddika | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ - ০৯:১৮:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : সৌম্য সরকার আগের ম্যাচেও দলের সর্বোচ্চ রানটা করে দিয়েছিলেন। তবে চেনা সে ছন্দটার দেখা মিলছিল না যেন। সেই ছন্দের দেখা মিলল আজ। তবে দারুণ শুরুটাকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি তিনি। তার এই ইনিংস দেখে আফসোসে পুড়ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রস্টন চেজের বলে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক আর প্রথম স্লিপের মাঝ দিয়ে বেরিয়ে যায় বল, সৌম্যর ব্যাট থেকে আসে প্রথম রান। সেই যে শুরু, এরপর আর পেছন ফিরে তাকাননি সৌম্য। ৫ চার আর দুটো ছক্কা হাঁকিয়ে তিনি ৪৮ বল খেলেই পেয়ে যান ১৪তম ওয়ানডে ফিফটি।

প্রায় ২ বছর পর ওয়ানডে সেঞ্চুরির দেখাও পেয়ে যাবেন বলে মনে হচ্ছিল। সাইফ হাসানের সেঞ্চুরি মিসের পর খানিকটা খোলসে ঢুকে ঢুকে গিয়েছিলেন। ৬ বল থেকে একটি রানও নেননি।

শেষমেশ সে চাপটা সরাতে ছক্কা মারতে গিয়েছিলেন। আকিল হোসেইনের ঝুলিয়ে দেওয়া বলটা মারতে গিয়ে ক্যাচ দেন লং অনে। আকিম আগুস্তের হাতে ধরা পড়ে ৯১ রানে শেষ হয় সৌম্যর যাত্রা।

তার এই ইনিংস দেখে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগে ধন্যবাদ দিলেন নির্বাচকদের আর টিম ম্যানেজমেন্টকে। তিনি বলেন, ‘সৌম্য তো ট্যালেন্টেড ক্রিকেটার। তার ক্ষেত্রে আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ করলে পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম। তবে এই কনসিস্টেন্সিটা সৌম্যর কনফিডেন্স পাওয়ার ব্যাপারে সাহায্য করেছে।’ 

তবে এমন শুরুটা সেঞ্চুরি তো বটেই, ১৫০ও হয়নি দেখে আফসোসে পুড়ছেন বুলবুল। তিনি বলেন, ‘আমরা সাধারণত আউট হই স্ট্রাগল করতে করতে, আউট হয়ে গেছে ৯১ রানে, তবে সৌম্যর ক্যালিবারে এটা ১৫০ হতে পারত। সৌম্য খুব ভালো শুরু করেছিল।’

 

 

আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/রাত ৯:১২

▎সর্বশেষ

ad