
ডেস্ক নিউজ : বুধবার (২২ অক্টোবর) স্পোর্টসপ্রো বিশ্বের সেরা ৫০ জন বাজারযোগ্য ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে। ক্রীড়া শিল্প নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যমটি মূলত তিনটি মানদণ্ডের (ব্র্যান্ড শক্তি, মোট সম্বোধনযোগ্য বাজার ও অর্থনীতি) ওপর ভিত্তি করে মোট ১০০ পয়েন্টে এ তালিকা করে থাকে।
এবারের তালিকায় সেরা চারে নেই কোনো ফুটবলার। সেরা দশে আছেন কেবল দুজন। তালিকার পাঁচে এবং ফুটবলারদের মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছরের তুলনায় তিনি চার ধাপ এগিয়েছেন। কিছুদিন আগে ফোর্বসের প্রকাশিত সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকাতেও শীর্ষে ছিলেন ৪০ বছর বয়সী এ ক্রীড়াবিদ।
তার পরের স্থানেই রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ইনজুরিতে জর্জরিত এ ফুটবলার মাঠে না থাকতে পারলেও ক্রীড়াবিদদের বাজারে তার ভালোই প্রভাব রয়েছে। সেরা দশের বাইরে (১১তম) এবং ফুটবলারদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন রবার্ট লেভানদোভস্কি। এরপরের অবস্থানে কিলিয়ান এমবাপ্পে (১৩তম) ও ভিনিসিউস জুনিয়র (১৪তম)। অন্যদিকে ২০২০ ও ২০২৩ সালে স্পোর্টসপ্রো’র বিশ্বের সেরা ৫০ জন বাজারযোগ্য ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে থাকা লিওনেল মেসি এবার আছেন ১৬তম স্থানে। গত বছরের তুলনায় তিনি ১১ ধাপ পিছিয়েছেন।
তালিকায় সেরা ৫০ এর মধ্যে জায়গা করে নেয়া বাকি ফুটবলারদের মধ্যে বুকায়ো সাকা ১৯তম, লামিন ইয়ামাল ২৩তম, হ্যারি কেইন ২৮তম, রাফিনিয়া ৩০তম, মার্কাস রাশফোর্ড ৩২, আশরাফ হাকিমি ৩৪তম, অ্যালেক্সিয়া পুতেয়াস (নারী ফুটবলার) ৩৬তম, মোহামেদ সালাহ ৪৩তম, রদ্রিগো ৪৪তম, জামাল মুসিয়ালা ৪৫তম, বেথ মেড (নারী ফুটবলার) ৪৬তম আর দানি ওলমো ৪৯তম। তবে সেখানে জায়গা হয়নি আর্লিং হলান্ড, কোল পালমার, কেভিন ডি ব্রুইনা, জুড বেলিংহ্যামের মতো তারকাদের।
স্পোর্টসপ্রো বিশ্বের বাজারযোগ্য ক্রীড়াবিদের তালিকায় এবার শীর্ষে রয়েছেন ফর্মুলা ওয়ানের ব্রিটিশ কার রেসার লুইস হ্যামিলটন। গত বছর শীর্ষে থাকা আমেরিকান জিমন্যাস্টিক সিমনে বাইলস দুইয়ে নেমে গেছেন। তিনে রয়েছেন মার্কিন রাগবি তারকা ইলোনা মাহের আর চারে জায়গা করে নিয়েছেন মার্কিন বাস্কেটবল তারকা স্টিফেন কারি।
কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/রাত ৯:০০