৯২ বছরের রেকর্ড ভাঙলেন ৩৮ বছর বয়সে অভিষিক্ত পাক বোলার

Ayesha Siddika | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ - ০৪:১৪:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অভিজ্ঞ স্পিনার আসিফ আফ্রিদি টেস্ট অভিষেকেই ইতিহাস গড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে এই বাঁহাতি স্পিনার পাঁচ উইকেট নিয়ে হয়েছেন টেস্ট ইতিহাসে সবচেয়ে বয়স্ক অভিষেকে ‘ফাইফার’ পাওয়া বোলার। ভেঙে দিয়েছেন ৯২ বছরের পুরোনো রেকর্ড।

আসিফ শুরু করেন টনি ডি জর্জিকে আউট করে। এরপর একে একে তুলে নেন ডিওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেইনা, ট্রিস্টান স্টাবস ও সাইমন হারমারকে। এতে তিনি নিজের প্রথম টেস্টেই পাঁচ উইকেটের কীর্তি গড়েন।

এর মাধ্যমে তিনি ভেঙে দেন প্রায় ৯২ বছর আগের রেকর্ড। ১৯৩৩ সালে ইংল্যান্ডের চার্লস ম্যারিয়ট টেস্ট অভিষেকে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে ফাইফার নিয়েছিলেন। আসিফ আফ্রিদি সেই রেকর্ড পেছনে ফেলে দিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ম্যারিয়ট আর তৃতীয় স্থানে আছেন হফি জনসন, যিনি ৩৭ বছর ২৫৮ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন।

 

 

আয়শা/২২ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad