
স্পোর্টস ডেস্ক : পিঠের নিচের অংশে হাড় ভেঙে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন ব্লেডস। দেশে ফিরে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এদিকে, সিরিজের প্রথম ম্যাচের আগে অনুশীলনে ঘাড়ে চোট পেয়ে ছিটকে গেছেন জোসেফ। স্ক্যান করানোর পর তাকে ইংল্যান্ডের একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে, সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৩ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুদল।
এদিকে, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর গতকাল (১৯ অক্টোবর) নাসুম আহমেদকে স্কোয়াডে যুক্ত করেছিল বাংলাদেশ। কন্ডিশন বিবেচনায় উইন্ডিজও যুক্ত করল আকিলকে। দুই বাঁহাতি স্পিনারের লড়াইয়ে জমে উঠতে পারে সিরিজের বাকি ম্যাচগুলো।
আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ১১:২২