
ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম বলেছেন, আমাদের দেশটাকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের উন্নত বিশ্ব বলার মতো পরিবেশ তৈরি হবে। বহিঃশত্রুর আক্রমণ, আমাদের নিজেদের মধ্যে দুর্নীতির যে করালগ্রাস, নিজদের নৈতিক মানের যে অবনতি, এই সবকিছুর কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন- কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী ও লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।
আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪৩