ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের লক্ষ্য ২০৩

Ayesha Siddika | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ - ১০:০৩:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ২০৩ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ নারী দল। মুম্বাইয়ে শ্রীলঙ্কাকে ২০২ রানে অলআউট করেছে নিগার সুলতানার দল। লঙ্কানরা টিকেছে ৪৮.৪ ওভার। এই ম্যাচটি জিতলেই সেমিফাইনালের আশা বেঁচে থাকবে বাংলাদেশের।

প্রথম ম্যাচ জয়ের পর নিজেদের সবশেষ ৪ ম্যাচেই হার সঙ্গী হয়েছে নিগারদের। বিশ্বকাপে টিকে থাকতে হলে জিততেই হবে এমন সমীকরণে লঙ্কান মেয়েদের মুখোমুখি হয় বাঘিনীরা। বোলিংয়ে শুরুটা অবশ্য দারুণ করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ভিশমি গুণারত্ণেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলান মারুফা আক্তার। তবে শুরুর সেই আনন্দ দ্রুতই মিইয়ে যায় বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে চামিরা আতাপাত্তু ও হাসিনি পেরেরা ৭২ রানের জুটি গড়ায়।

শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তুকে ৪৫ রানে এলবিডব্লিউ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাবেয়া খান। সতীর্থ ফিফটি করতে না পারলেও ঠিকই করেছেন পেরেরা। তবে আফসোস নিয়ে মাঠ ছেড়েছেন পেরেরা। কাছে এসেও যে তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় ৮৫ রানে ফেরেন বাঁহাতি ব্যাটার। তার ১৩ চার ও ১ ছক্কার ইনিংসে ভর করেই দুইশ রানের ঊর্ধ্বে স্কোর পায় শ্রীলঙ্কা। এই সংগ্রহে অবশ্য কিছুটা অবদান রেখেছেন নিলাখশিখা সিলভাও। 

৩৭ রানে আউট হওয়ার আগে পেরেরার সঙ্গেই পঞ্চম ‍উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তিনি। তাকে আউট করে আরো বড় রান তাড়া থেকে বাংলাদেশকে বাঁচান স্বর্ণা আক্তার। কেননা নিলাখশিখা আউট হওয়ার আগে ৩১ ওভারে ৪ উইকেটে ১৬৮ তুলেছিল শ্রীলঙ্কা। এতে কমপক্ষে ২৫০ রানের স্বপ্নই দেখছিল তারা। তবে পর পর নিজের তিন ওভারে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান স্বর্ণা। এতে করে শেষ ৬ উইকেট ২৮ রানে হারায় লঙ্কানরা। স্বর্ণার ৩ ‍উইকেটের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নেন রাবেয়া।

 

 

আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad