ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

রিশাদকে নিয়ে যা বললেন নান্নু

Ayesha Siddika | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ - ০২:৩৫:১০ এএম

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল রিশাদ হোসেনের। সে সময়ের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মনে জায়গা করে নিয়েছিলেন এই লেগি। এ  ছাড়া তৎকালীন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও রিশাদের ব্যাপারে ইতিবাচক ছিলেন। সময়ের পরিক্রমায় রিশাদ এখন বাংলাদেশ দলের নিয়মিত সদস্য। 

তবে জাতীয় দলে আসার আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরার সুযোগ খুব একটা ছিল না রিশাদের। বর্তমান জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে বিপিএলে খেলেও বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। এছাড়া ডিপিএলে দল পেয়েও সে দলে সুযোগ না পেয়ে অন্য দলেও খেলতে হয়েছে রিশাদকে।

গতকাল বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজেকে চিনিয়েছেন রিশাদ। আজ রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে রিশাদকে নিয়ে নান্নু বলেছেন, ‘আমরা যখন রিশাদকে নিয়েছিলাম, তাকে নিয়ে কিন্তু অনেক স্ট্রাগল পিরিয়ডের মধ্যে গিয়েছি। তারপরে আমরা কিন্তু ওকে রেগুলার একটা সিস্টেমের মধ্যে রেখেছিলাম, যার কারণে আজকে সে এই পর্যায়ে।’

নান্নুর আশা সামনে এমন আরো লেগ স্পিনার খুঁজে বের করবেন নির্বাচকরা, ‘আমার মনে হয় যে আরও কিছু লেগ স্পিনার দেশের জন্য দরকার এবং এদেরকে ভালো জায়গায়, ভালো জায়গায় নার্সিং করার দরকার। এগুলোর জন্য সিলেকশন প্যানেলকে দায়িত্ব নিতে হবে।’

 

 

আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ২:৩৩

▎সর্বশেষ

ad