ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট

Ayesha Siddika | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ - ০৮:৪৬:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ফরম্যাটে জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। তবে মিরপুরে এসে সে বৃত্ত ভেঙেছে দল, ৫ ম্যাচ পর মুখে হাসি ফুটেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মুখে।

তবে এই ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিল মিরপুরের কালো পিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের অভাব ছিল না এ নিয়ে। মন্থর উইকেট নিয়ে টীকাটিপ্পনী কম হয়নি।

ম্যাচেও দেখা গেছে একই দৃশ্য। ১১ উইকেট নিয়েছেন স্পিনাররা। দুই দলের ব্যাটাররাই খাবি খেয়েছেন স্পিনে, এমনকি মিডিয়াম পেসেও রান করতে হাঁসফাঁস করেছেন ব্যাটাররা। দিনশেষে ম্যাচসেরার পুরস্কার উঠেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের হাতে। যার ফলে পিচ নিয়ে আলোচনা সমালোচনা বেড়েছে বৈ কমেনি একটুও।

ঠিক এই সময় বাংলাদেশ টেস্ট দলের ব্যাটার মুশফিকুর রহিম তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন, সেটাও এই ‘পিচ’ নিয়েই। তিনি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মা শা আল্লাহ। এই সুন্দর টার্ফ উইকেটে দারুণ একটা নেট সেশন কাটালাম।’ 

সেই ভিডিওতে শুধু পিচের ছবিই দেখিয়েছেন মুশফিক। নিজের চেহারা তো নয়ই, উইকেটটা কোন স্টেডিয়ামের, সেটাও দেখাননি তিনি। যার ফলে পোস্টটা বেশ করে রহস্য ছড়িয়ে যাচ্ছে।

তবে পোস্টের মন্তব্য বিভাগে নেটিজেনরা শূলে চড়িয়েছেন মিরপুরের উইকেটকে। এক ভক্ত তো বলেই বসলেন, ‘মুশিও ট্রল করতেছে ভাই’। তবে আদতে মুশফিক মিরপুরের উইকেটকে ইঙ্গিত করেই এই পোস্ট করেছেন কি না, তা জানা যায়নি।

 

 

আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad