স্টার্ক কি সত্যিই বিশ্ব রেকর্ড গড়েছেন

Ayesha Siddika | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ - ০৭:১৯:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্কের একটি ডেলিভারি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড়। অসি এই বাঁহাতি পেসারের একটি ডেলিভারির গতি দেখানো হয়েছে ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার।

দুই দশকের বেশি সময় অক্ষত থাকা সেই রেকর্ডই কি আজ পার্থে ভারতের বিপক্ষে ভেঙে দিলেন স্টার্ক? টিভি সম্প্রচারে স্টার্কের বলের যে গতি দেখানো হয়েছে, তা ভুল। সেটা ছিল গ্রাফিকসের ভুল। বলটির প্রকৃত গতি ছিল ঘণ্টায় ১৪০.৮ কিলোমিটার।

মানবদেহের বায়োমেকানিকস গবেষণা মতে- বাস্তবে ১৭৬ কিলোমিটার গতিতে বোলিং করা সম্ভব নয়।  ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার দেখানো একটি প্রযুক্তিগত বা মানবীয় ভুল। হতে পারে রাডার মিসঅ্যালাইনমেন্ট, সফটওয়্যার বা সেন্সর ত্রুটি, কিংবা সম্প্রচারের গ্রাফিকসে কোনো ত্রুটি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad