
ডেস্ক নিউজ : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে তিন দিনের সব নন শিডিউল ফ্লাইটের সব খরচ মওকুফ করা হয়েছে। রোববার ঘটনাস্থলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। ধ্বংসের অর্থনৈতিক ও ওজনের পরিমাণ নির্দিষ্ট করার আমরা চেষ্টা করছি। এছাড়া খাতভিত্তিক পরিমাণ নির্ণয়েরও চেষ্টা আমরা করছি। আমাদের করনীর নির্দিষ্ট করার জন্য আজ বেলা সাড়ে তিনটায় একটি আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। আমাদের প্রতিশ্রুতি ছিল রাত ৯টা নাগাদ এয়ারপোর্ট চালু করা, আমরা সেটা করতে পেরেছি।
তিনি আরও বলেন, যাত্রীদের খাওয়া দাওয়া, সেবার যাবতীয় দায়িত্ব আমরা গ্রহণ করেছি। তবে আমাদের প্রচেষ্টার পরেও কিছু ব্যত্যয় থেকে যেতে পারে। কারণ একসাথে আমাদের অনেকগুলো ইস্যু হ্যান্ডেল করতে হচ্ছে। যাত্রী সাধারণরা যে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৩৩