
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের অন্তত ১৫ আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাতে, স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে। খবর দ্য সানের।
ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ এক বিবৃতিতে জানায়, বাসের চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে প্রথমে রাস্তার পাশে থাকা একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়, এরপর একটি বালুর ঢিবির সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।
বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৪ জন পুরুষ। আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে বাসের চালক সামান্য আহত হয়েছেন এবং তার রক্তে অ্যালকোহলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু যাত্রী সিটবেল্ট না পরায় হতাহতের সংখ্যা বেড়ে যেতে পারে।
সূত্র: দ্য সান
অনিমা/১৯ অক্টোবর ২০২৫,/সকাল ৫:৩৬