
বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় দুই তারকা টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেমে ভাঙন ধরেছিল বেশ আগেই। নয় মাসের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানায়, সম্পর্কের উষ্ণতা ফিকে হয়ে যাওয়ায় দুজনেই বুঝে গেছেন, একসঙ্গে থাকা আর সম্ভব নয়।
সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ‘টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। তবে এখন তারা কেবল ভালো বন্ধু। তারা বুঝতে পেরেছেন, সম্পর্কটা দীর্ঘস্থায়ী হওয়ার নয়, তাই বন্ধু হিসেবেই থাকতে চান।’
সম্পর্কের শুরুটা হয়েছিল বেশ রোমান্টিকভাবে। যুক্তরাষ্ট্রের ভারমন্টে হাতে হাত ধরে হাঁটার সময় তাদের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসে। এরপর মাদ্রিদ ও লন্ডনে ছুটি কাটানোর সময়ও একসঙ্গে দেখা গেছে তাদের। টমের চালানো হেলিকপ্টার রাইডের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনের পার্টি ও ওয়েম্বলি স্টেডিয়ামে একসঙ্গে কনসার্টেও উপস্থিত ছিলেন তারা।
আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪৫