
আন্তর্জাতিক ডেস্ক : সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে অভিযান নিয়ে অ্যাডমিরাল হোলসি এবং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের মধ্যে উত্তেজনা চলছিল। এছাড়া পদত্যাগের এ ঘোষণার আগে হোলসিকে বরখাস্ত করা হবে কি না, তা নিয়েও আলোচনা ছিল।
ভেনেজুয়েলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য সংঘাতের আশঙ্কার’ মধ্যে হোলসির অপ্রত্যাশিত পদত্যাগকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড।
রিড এক বিবৃতিতে বলেছেন, ‘অ্যাডমিরাল হোলসির পদত্যাগ আমার উদ্বেগকে আরও গভীর করে তুলেছে। কারণ, এই প্রশাসন পূর্ববর্তী মার্কিন সামরিক অভিযানের কষ্টার্জিত শিক্ষা এবং আমাদের সবচেয়ে অভিজ্ঞ যুদ্ধযোদ্ধাদের পরামর্শ উপেক্ষা করছে।’
অ্যালভিন হোলসি মার্কিন যুদ্ধ কমান্ডের নেতৃত্ব দেয়া দুই কৃষ্ণাঙ্গ চার তারকা অফিসারের একজন। তবে তার পদত্যাগের কারণ প্রকাশ করেননি হেগসেথ। হোলসি নিজেও কোনো কারণ জানাননি। তবে সামাজিক মাধ্যমে বলেন, আগামী ১২ ডিসেম্বর তিনি অবসর নেবেন।
সূত্র: রয়টার্স
আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫৫