ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আমিরাত, চূড়ান্ত হলো ২০ দল

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ - ০৯:৫৫:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল আমেরাতে অনুষ্ঠিত একপেশে ম্যাচে টস হেরে আগে ব্যাট করে পুরো ওভার খেলে ৯ উইকেটে ১১৬ রান করে জাপান। জবাবে মাত্র ১২.১ ওভারে ২ উইকেটে ১১৮ রান তুলে জয় নিশ্চিত করে আরব আমিরাত।

এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরব আমিরাত। এর আগে এখান থেকে টিকিট কেটেছে নেপাল ও ওমান।

বাছাইয়ের সুপার সিক্স পর্বে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আরব আমিরাত। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেপাল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ওমান।

এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আরব আমিরাত। এর আগে তারা খেলেছিল ২০১৪ ও ২০২২ সালের আসরে। আরব আমিরাতের সঙ্গে ২০২৪ বিশ্বকাপের শীর্ষ ৭ দল—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পেয়েছে।

অন্যদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে টিকিট পেয়েছে তিন দল—নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। বাকি জায়গা পূরণ করতে বাছাইপর্ব থেকে সুযোগ পেয়েছে আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস, আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং এশিয়া-প্যাসিফিক থেকে নেপাল, ওমান ও আরব আমিরাত।

 

 

আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad