
ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে সুন্দর ও উৎসবমুখর করা যায় তা নিয়ে রাজনৈতিকদলগুলোকে নিজেদের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর শেষে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নির্বাচনের কথা বলেছি। যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই ঐক্যের সুর নিয়ে আমরা নির্বাচনে যাবো। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে আমারা যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করলাম, আপনারা বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন- কিভাবে নির্বাচন হবে। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো অবস্থায় ফিরে যাবে। তাহলে এতোকিছু করে লাভ কী হলো?’
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ- নিজেরা বসুন,নির্বাচনকে কিভাবে সুন্দর করবেন, উৎসবমুখর করবেন তা ঠিক করুন।ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে যেন-এই সনদ যারা তৈরি করেছে তাদের হাতে এই নির্বাচন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনে পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে। নিজেদের নির্বাচন নিজেরা করবো। কাউকে এসে আমাদেরকে সোজা করতে হবে না, ধাক্কাধাক্কি সামলাতে হবে না। জাতি ও বিশ্বের জন্য উদাহরণ হয়-তেমন একটি নির্বাচন আমরা করে যেতে চাই।’
আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ৯:০