
স্পোর্টস ডেস্ক : চলতি বছর বাংলাদেশ নারী ফুটবল দল দু’টি এশিয়া কাপ নিশ্চিত করছে। জুন মাসে ঋতুপর্ণারা সিনিয়র এশিয়া কাপে পরের মাসে অ-২০ দলও প্রথমবার অ-২০ এশিয়া কাপে নিজেদের নাম লিখিয়েছে। এবার অ-১৭ দলের পালা। আগামীকাল জর্ডানের আকাবায় চাইনিজ তাইপেকে হারাতে পারলে তারাও এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলবে।
বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের তৃতীয় মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলে লিড নিয়েছিল। এরপর ৮৯ মিনিটে ডিফেন্সের ভুলে গোল হজম করে। গতকাল চাইনিজ তাইপে ৬-১ গোলে জর্ডানকে হারায়। ফলে আগামীকাল জর্ডান বাংলাদেশের বিরুদ্ধে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশকে কাল জিততেই হবে। জয় পেতেই এমন সমীকরণ হওয়ায় বাংলাদেশ দলের উপর চাপ। এ নিয়ে কোচের প্রতিক্রিয়া, ‘খানিকটা চাপ রয়েছে। এইটা শেষ ম্যাচ, তাই তাদের জয়ের কোনো বিকল্প নেই। এটার জন্য আমরা মানসিক ভাবে প্রস্তুত রয়েছি।’
আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:৫০