ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

চাইনিজ তাইপেকে হারিয়ে আরেকটি এশিয়া কাপ খেলতে চায় বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ - ১২:০০:২৩ এএম

স্পোর্টস ডেস্ক : চলতি বছর বাংলাদেশ নারী ফুটবল দল দু’টি এশিয়া কাপ নিশ্চিত করছে। জুন মাসে ঋতুপর্ণারা সিনিয়র এশিয়া কাপে পরের মাসে অ-২০ দলও প্রথমবার অ-২০ এশিয়া কাপে নিজেদের নাম লিখিয়েছে। এবার অ-১৭ দলের পালা। আগামীকাল জর্ডানের আকাবায় চাইনিজ তাইপেকে হারাতে পারলে তারাও এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। 

বাংলাদেশ অ-১৭ নারী দলের হেড কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘কোয়ালিফাই করতে ম্যাচ জেতা ছাড়া আর কোনো বিকল্প নেই। বেশ শক্তিশালী চাইনিজ তাইপে। আমরা তাদের খেলা দেখেছি, জর্ডানের বিপক্ষে কিভাবে খেলেছে, গোল করেছে। আসলে এই জিনিসগুলোই আমাদের এভোয়েড করতে হবে যে জর্ডান কিভাবে গোল খেয়েছে, আর আমরা কি করলে খাব না।’

বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের তৃতীয় মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলে লিড নিয়েছিল। এরপর ৮৯ মিনিটে ডিফেন্সের ভুলে গোল হজম করে। গতকাল চাইনিজ তাইপে ৬-১ গোলে জর্ডানকে হারায়। ফলে আগামীকাল জর্ডান বাংলাদেশের বিরুদ্ধে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশকে কাল জিততেই হবে। জয় পেতেই এমন সমীকরণ হওয়ায় বাংলাদেশ দলের উপর চাপ। এ নিয়ে কোচের প্রতিক্রিয়া, ‘খানিকটা চাপ রয়েছে। এইটা শেষ ম্যাচ, তাই তাদের জয়ের কোনো বিকল্প নেই। এটার জন্য আমরা মানসিক ভাবে প্রস্তুত রয়েছি।’

আগামীকাল ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গোল করতে হবে। পাশাপাশি গোল রক্ষাও করতে হবে। এ নিয়ে কোচ বলেন,‘গোল না খাওয়ার ব্যাপার ছাড়াও কিভাবে তাদের বিপক্ষে গোল করা যায় আমাদের মাথায় আছে। কারণ একটা গোলই খেলার মোমেন্টাম ঘুড়িয়ে দিতে পারে। তাই শেষ ম্যাচটা খুব আত্মবিশ্বাসের সঙ্গেই আমরা খেলতে চাইছি।’

 

 

আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:৫০

▎সর্বশেষ

ad