ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সোনাক্ষী সত্যিই কি মা হচ্ছেন? যা বললেন জাহির

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ - ১১:৫৯:২৮ পিএম

বিনোদন ডেস্ক : রমেশ তৌরানির দীপাবলির অনুষ্ঠানে বুধবার (১৫ অক্টোবর) রাতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল দম্পতি। এদিন অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা ঘিয়ে রঙের অনারকলি চুড়িদার। অনুষ্ঠানে প্রবেশ করতেই ফটোসাংবাদিকদের ক্যামেরার দিকে এগিয়ে যান সোনাক্ষী। পেছন থেকে জাহির বলে ওঠেন— সাবধানে হেঁটে চলো। 

এর আগেও মঙ্গলবার রাতের একটি অনুষ্ঠানে সোনাক্ষীকে দেখা গেছে। তার শারীরিক গঠন দেখে নেটিজেনদের প্রশ্ন— সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা? সেখানেও ঢিলেঢালা অনারকলি চুড়িদার পরে স্বামী জাহির ইকবালের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। বারবার নাকি স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন তিনি। সত্যিই কি সোনাক্ষী মা হতে চলেছেন? স্ত্রীর ‘স্ফীতোদর’ স্পর্শ করে প্রশ্নের জবাব দিলেন জাহির ইকবাল নিজেই।

তাহলে কি পুরোটাই রসিকতা? অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা একেবারেই মিথ্যা?  আবার প্রশ্ন তোলেন নেটিজেনরা। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় জাহির পানি ঢেলে দিয়েছেন এভাবেই। কিন্তু নেটিজেনদের একাংশের দাবি, হয়তো সত্যিই অন্তঃসত্ত্বা সোনাক্ষী। এ বিষয়টি তারা গোপন রাখতে চান বলেই হেসে উড়িয়ে দেওয়ার ভান করছেন।

উল্লেখ্য, গত বছর ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের কয়েক মাসের মধ্যেই ছড়িয়েছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ঈষৎ পৃথুল চেহারার জন্যই তাকে অন্তঃসত্ত্বা মনে হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী। তিনি বলেছিলেন—আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গেছি। এরপর একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও জাহির।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:৫০

▎সর্বশেষ

ad