ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কাটছে না অচলাবস্থা, যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ কতদূর গড়াবে?

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ - ১১:৪৫:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের সাক্ষী হয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদেও ইতিহাসের পুনরাবৃত্তির দোরগোড়ায় দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) সিনেটে ভোটাভুটিতে রিপাবলিকান-সমর্থিত অস্থায়ী তহবিল বিল পাস ব্যর্থ হয়। 

বিলটি এগিয়ে নিতে প্রয়োজন ছিল ৬০ ভোট, কিন্তু পক্ষে আসে ৪৯ এবং বিপক্ষে ৪৫ ভোট। এ কারণেই পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া আংশিক শাটডাউন অবস্থা এখন তৃতীয় সপ্তাহে পড়েছে। সাত বছর পর যুক্তরাষ্ট্রে এমন অচলাবস্থা দেখা দিয়েছে, যা ভ্রমণ, শিক্ষা, বিজ্ঞান ও প্রতিরক্ষা খাতের কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেছে। তহবিল বন্ধ থাকায় বহু সরকারি সংস্থা কার্যত স্থবির হয়ে পড়েছে।
 
এমন বাস্তবতায় দীর্ঘমেয়াদী অচলাবস্থার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন করে কর্মী ছাঁটাই, ব্যয় সংকোচন ও বিকল্প তহবিল ব্যবহার করে প্রশাসন সচল রাখার পরিকল্পনা চলছে। এরইমধ্যে চার হাজারের বেশি সরকারি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। 
সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্প সামরিক বাহিনী ও এফবিআই সদস্যদের বেতন নিশ্চিত করেছেন গবেষণা তহবিল থেকে অর্থ পুনর্বিন্যাস করে। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে তার স্বাক্ষরিত কর ও অভিবাসন প্যাকেজ থেকেও কোস্টগার্ডের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন। 
 
তবে এ পদক্ষেপ আইনত বৈধ কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ কংগ্রেস অনুমোদন ছাড়া বাজেট তহবিল স্থানান্তর সাংবিধানিকভাবে সীমিত। যদিও মঙ্গলবার ট্রাম্প সরাসরিই জানান, তার পছন্দের কর্মসূচির অর্থায়ন বন্ধ করা হয়নি, তবে ডেমোক্র্যাটদের প্রকল্পগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।
 
ট্রাম্প বলেন, ‘যাদের আমরা দিতে চেয়েছি, তাদেরই বেতন দেয়া হয়েছে। আমরা চাই এফবিআইয়ের বেতন দেয়া হোক, সামরিক বাহিনীর বেতন দেয়া হোক। ডেমোক্র্যাটরা এসব নিয়ে কথা বলে না। আমরা এমন অনেক প্রোগ্রাম বাদ দিচ্ছি যেগুলো আমার পছন্দ না। কিন্তু আলোচনা করে অন্তর্ভুক্ত করতে হয়েছিল। এখন আমরা সেগুলো স্থায়ীভাবে বন্ধ করছি। এতে হাজার হাজার মানুষ জড়িত, আর বিষয়টা কোটি কোটি ডলারের।’
 
এদিকে প্রশাসনের এই পদক্ষেপ কংগ্রেসের আর্থিক ক্ষমতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন সমালোচকরা। বাইডেন প্রশাসনের বাজেটপ্রধান শালান্দা ইয়াং বলেছেন, সরকারি তহবিল কোথায় যাবে, তা নির্ধারণের ক্ষমতা একমাত্র কংগ্রেসের। প্রেসিডেন্ট তা নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। 

 

 

আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:১২

▎সর্বশেষ

ad