ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

দুর্গাপুরের দুর্জয় জাতীয় পর্যায়ে পেলেন স্বর্নপদক

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ - ০৭:২০:০৯ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোপালপুর হাজং পাড়ায় জন্ম দুর্জয় হাজং এর। ছোট বেলা থেকেই মেধাবী শিক্ষার্থী ছিলো দুর্জয়। এইচএসসি পাস করে ২০১৪ সালে ৮৪তম ব্যাচে দেশ সেবার প্রত্যয়ে বিজিবিতে যোগদান করেন তিনি। ৪১ তম জাতীয় ভারোত্তোলন (পুরুষ) প্রতিযোগিতা ২০২৫ এ অংশগ্রহন করে জাতীয় পর্যায়ে স্বর্নপদক অর্জন করেন দুর্জয়। এরই কৃতিত্বে তাকে অভিনন্দিত করেন উপজেলা প্রশাসন। ১৬ (অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, জাতীয় হাজং সংগঠনের যুগ্ম:সাধারন সম্পাদক দোলন হাজং, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব হাজং, তথ্য ও প্রচার সম্পাদক নিরঞ্জন হাজং প্রমুখ। দুর্জয় হাজং বলেন, আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই আমাকে বিজয়ী করার জন্য। আমি বিজিবিতে যোগদানের পর থেকে অন্যান্য খেলার পাশাপাশি ভারোত্তলন আমার প্রিয় খেলা হিসেবে বেছে নেই।

এবার জাতীয় ভারোত্তোলন (পুরুষ) প্রতিযোগিতা/২৫ এর মধ্যে ১৫৫ কেজি ভারোত্তলন করতে পেরে আমি শ্রেষ্ঠ হই এবং স্বর্ণপদক পাই। এই খেলায় দুইবার রৌপ্য ও একবার তা¤্র পদক পেয়েছি। আমি বর্তমানে ৪১ বিজিবি কাপ্তাই, রাঙ্গামাটি সেক্টরে কর্মরত আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী এশিয়া গেমস/২৬ পাকিস্তানে অংশ নিয়ে যেনো চ্যাম্পিয়ান হতে পারি। ইউএনও আফরোজা আফসানা বলেন, পরিশ্রম কখনোই বৃথা যায় না এরই প্রমান দিলো দুর্জয় হাজং। দুর্জয় শুধু দুর্গাপুরের সন্তান নয়, সে এখন সারা বাংলাদেশের সন্তান। ২০২৬ সনে অনুষ্ঠিত এশিয়া গেমস এ দুর্জয় আরো ভালো করুক, দুর্জয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রইলো শুভ কামনা।

 

 

আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

▎সর্বশেষ

ad