ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

লেবাননকে ২৫০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ - ০৩:৪০:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে (আইএসএফ) সহায়তার জন্য প্রায় ২৫০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অর্থবছরের শেষ সময়সীমা (৩০ সেপ্টেম্বর) ঘনিয়ে আসার আগে ১৯২ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এলএএফকে এবং আরও ৫৪ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে আইএসএফকে। এই ২৪৬ মিলিয়ন ডলারের প্যাকেজের ঘোষণাটি গত মাসে মার্কিন প্রেসিডেন্টের অনুমোদিত ১৪.২ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তার পর সামনে এলো।

যদিও সূত্রগুলো ১৯২ মিলিয়ন ও ৫৪ মিলিয়ন ডলারের সহায়তার তথ্য নিশ্চিত করেছে। তবে রয়টার্স ডেমোক্র্যাট কংগ্রেসীয় সহকারীদের বরাত দিয়ে কিছুটা ভিন্ন সংখ্যা জানিয়েছে। ব্রিটিশ এ বার্তা সংস্থা বলছে, ১৯০ মিলিয়ন ডলার এলএএফের জন্য এবং ৪০ মিলিয়ন ডলার আইএসএফের জন্য। এক কংগ্রেসীয় সহকারীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলছে, ‘লেবাননের মতো ছোট একটি দেশের জন্য এটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ।’

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই লেবাননের আনুষ্ঠানিক নিরাপত্তা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমর্থক। এর উদ্দেশ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাষ্ট্রীয় বাহিনীকে শক্তিশালী করা এবং হিজবুল্লাহর প্রভাব কমানো।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে গত সপ্তাহে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নিউইয়র্কে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন। 

প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আউন সারা দেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব বিস্তারে এলএএফের প্রতি সমর্থন বৃদ্ধির আহ্বান জানান।

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad