ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন

Anima Rakhi | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৫৪:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আগামী অক্টোবরের শেষ দিকে দেশের জন্য আগামী পাঁচ বছরের দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা ‘সিনহুয়া’ জানিয়েছে, শীর্ষ নেতারা ২০ থেকে ২৩ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠেয় চতুর্থ প্লেনামে একত্রিত হবেন।

বৈঠকে পার্টির শীর্ষ নেতৃত্ব ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যা অর্ধ-দশকের জন্য সামগ্রিক নীতি নির্ধারণ করবে।

চলমান ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় দেশটি মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি, তরুণদের বেকারত্ব বৃদ্ধি এবং জন্মহার হ্রাসের মতো সমস্যার মুখোমুখি হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এপ্রিলে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীনকে আগামী পাঁচ বছর উন্নয়ন ও নিরাপত্তাকে সমান গুরুত্ব দিতে হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক ঝুঁকি ও চ্যালেঞ্জের একটি সামগ্রিক মূল্যায়ন করতে হবে।

ওই সময় শি জিনপিং আরও বলেন, নতুন পরিকল্পনায় ‘মূলত সমাজতান্ত্রিক আধুনিকায়ন অর্জনের লক্ষ্যকে কেন্দ্র করে একটি মহান দেশ গড়ে তোলা এবং জাতীয় পুনর্জাগরণকে এগিয়ে নিতে হবে।

চীনা নেতাদের সামনে বর্তমানে যেসব কঠিন চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে রয়েছে- দীর্ঘস্থায়ী ঋণ সংকটে নিমজ্জিত আবাসন খাত, অভ্যন্তরীণ ভোগব্যয়ে মন্দা এবং ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা।

সরকারি তথ্যে দেখা যায়, গত আগস্টে তরুণদের বেকারত্বের হার রেকর্ড ২১ শতাংশে পৌঁছেছে। এছাড়া, কারখানা উৎপাদন ও খুচরা বিক্রয় গত মাসে প্রায় এক বছরের মধ্যে সবচেয়ে কম হারে বৃদ্ধি পেয়েছে। সূত্র: রয়টার্সসাউথ চায়না মর্নিং পোস্ট, সিনহুয়া

অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৫৪

▎সর্বশেষ

ad