
বিনোদন ডেস্ক : ২০১২ সালে বলিউড অভিনেতা অজয় দেবগনের ‘সন অব সর্দার’ ও শাহরুখ খানের ‘জাব তাক হ্যায় জান’ একই দিনে মুক্তি পাওয়ায় দুজনের মধ্যে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই থেকে বিনোদন জগতের এই দুই মহারথী দুই দিকে ফিরে একের পর এক সিনেমা করে গেছেন। দেখা হলে এড়িয়ে গেছেন একে অপরকে। তবে এবার মান-অভিমানের পালা শেষ। বলিউডে দীর্ঘদিন যেটা সম্ভব হয়নি, সেটাই সম্ভব করে দেখালেন অভিনেত্রী কাজল।
সম্প্রতি আরিয়ান খানের প্রিমিয়ার নাইটে সেই পুরোনো দ্বন্দ্বের কোনো ছাপ দেখা যায়নি। বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে পরিচালক হিসেবে অভিষেক যাত্রায় শুভেচ্ছা জানাতে স্ত্রী কাজলকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন অজয় দেবগন।
এ সময়েই ক্যামেরাবন্দি হলো এক বিরল মুহূর্ত। দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একই ফ্রেমে ধরা দিলেন শাহরুখ খান, অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। তাদের পরনে ছিল মানানসই কালো পোশাক। স্বামী ও বন্ধুর মাঝে দাঁড়িয়ে মধ্যমণি হয়ে ফ্রেমে আটকা পড়েন কাজল। মজার ছলে রসিকতা করে শাহরুখ-অজয়কে অভিনেত্রী বলেন, ‘বিপ বিপ অব বলিউড।’ আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল।
উল্লেখ্য, বলিউড কিং খান শাহরুখ ও অভিনেত্রী কাজলের বন্ধুত্ব বহুল আলোচিত। তাদের জুটিকে পর্দায় যেমন দর্শক ভীষণ পছন্দ করেছেন, অফস্ক্রিন সম্পর্কও ছিল আলোচনার কেন্দ্রে। তবে এই ঘনিষ্ঠতা কখনো পছন্দ করতেন না অজয় দেবগন। সে কারণে অজয়ের সঙ্গে বিয়ের পর কাজল-শাহরুখ জুটিও একরকম হারিয়ে যায়। তবে ২০১৫ সালে পরিচালক করণ জোহর তাদের আবারও একসঙ্গে পর্দায় ফেরান ‘দিলওয়ালে’ সিনেমায়, সুপারহিটও হয় সিনেমাটি।
আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১:৪৪