
আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রস্তাবটি ইইউ পার্লামেন্টে তোলা হয়েছে। প্রস্তাবে কিছু ইসরাইলি পণ্যের উপর শুল্ক বৃদ্ধি এবং ১০ জন হামাস নেতা, ইসরাইলি সেটেলার (বসতি স্থাপনকারী) ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার দুই উগ্রপন্থি সদস্য জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে।
তবে ইইউর ২৭ সদস্যের মধ্যে প্রস্তাবটি পাস হওয়ার মতো যথেষ্ট সমর্থন এই মুহূর্তে নেই। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস প্রস্তাবটিতে দ্রুত সমর্থন দেয়ার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইইউ কমিশন আরও জানিয়েছে, তারা নাগরিক সমাজ এবং ওয়ার্ল্ড হলোকাস্ট রিমেমব্রেন্স সেন্টার ইয়াদ ভাশেম বাদে ইসরাইলের প্রতি দ্বিপাক্ষিক সব সহায়তা স্থগিত করছে।
এর ফলে ২০২৫ থেকে ২০২৭ সালের ভবিষ্যৎ বার্ষিক বরাদ্দ এবং চলমান প্রাতিষ্ঠানিক সহযোগিতা, যেমন ইইউ-ইসরায়েল আঞ্চলিক সহযোগিতা প্রকল্পগুলোও স্থগিত থাকবে। ইসরাইল ইউরো-ভূমধ্যসাগরীয় চুক্তির ২ নম্বর অনুচ্ছেদের শর্ত লঙ্ঘন করায় ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও দ্বিপাক্ষিক সহযোগিতা স্থগিতের এই প্রস্তাব এসেছে বলে জানিয়েছে কমিশন। পর্যালোচনায় দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধে ইসরাইলের সরকারের নেয়া বিভিন্ন ধরনের পদক্ষেপ মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বপূর্ণ শর্ত লঙ্ঘন করেছে।
শর্ত লঙ্ঘন করায় ইইউ একতরফাভাবে চুক্তি স্থগিত করার অধিকার রাখে বলে জানিয়েছে সংস্থাটি। চুক্তির শর্ত লঙ্ঘন করে গাজায় ইসরাইলের সামরিক হস্তক্ষেপ, মানবিক সহায়তার ওপর অবরোধ, সামরিক অভিযান জোরদার এবং পশ্চিম তীরের তথাকথিত ই-ওয়ান এলাকায় বসতি স্থাপন পরিকল্পনা এগিয়ে নেয়ার ইসরাইলি কর্তৃপক্ষের সিদ্ধান্তের জেরে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কমিশন।
ইসরাইলের এসব পদক্ষেপের কারণে গাজায় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে এবং ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্র সমাধানকে আরও দুর্বল করে তুলছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ‘গাজায় প্রতিদিন যে ভয়াবহ পরিস্থিতি চলছে, তা অবশ্যই থামাতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং হামাসের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি দিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন মানবিক সহায়তার সবচেয়ে বড় দাতা এবং দ্বিরাষ্ট্র সমাধানের দৃঢ় সমর্থক।’
আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৫৫