পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মেজরসহ নিহত ৫

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ - ১০:০৪:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পাক সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, সকাল ১০টার দিকে একটি এমআই-১৭ হেলিকপ্টার ঠাকদাস সেনানিবাস থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হুদোর গ্রামের কাছে বিধ্বস্ত হয়।’ এতে আরও বলা হয়, ‘নিয়মিত প্রশিক্ষণে উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এটি বিধ্বস্ত হয়।’
 
পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, নিহত ক্রু সদস্যরা হলেন- পাইলট ইন কমান্ড মেজর আতিফ, সহ-পাইলট মেজর ফয়সাল, ফ্লাইট ইঞ্জিনিয়ার নায়েব সুবেদার মকবুল এবং ক্রু প্রধান হাবলদার জাহাঙ্গীর ও নায়েক আমির।
 
এ দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক বিবৃতিতে, শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
 
সূত্র: জিও নিউজ

 

আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:০০

▎সর্বশেষ

ad