শার্শায় খাদ্য বান্ধব ও ভিডাব্লুবি কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ

Ayesha Siddika | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ - ০৮:২২:৫৩ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলায় খাদ্য বান্ধব ও ভার্না নেবল ইউমেন বেনিফিট (ভিডাব্লুবি) কার্ড বিতরনে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে। এ কার্ড বিতরনে প্রকৃত অসহায়, দুস্থ্য, নিন্মবৃত্ত ও দারীদ্র সিমার নিচের প্রকৃত সুবিধা ভোগীরা বঞ্চিত হয়েছে। অপরদিনে সুবিধা পাচ্ছে সমাজের সিংহ ভাগ সুস্থ ও মধ্যবিত্ত অবস্থাশালী গৃহস্থ্য ব্যাক্তিগন। যে কারনে কার্ড বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

কায়বা ইউনিয়নের একাধিক অসহায় দরীদ্র গরীব ব্যাক্তিদের শার্শা উপজেলার নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগে জানা গেছে, ১১টি ইউনিয়নে নতুন করে খাদ্য বান্ধব ও ভার্না নেবল ইউমেন বেনিফিট (ভিডাব্লুবি) কার্ড বিতরন করা হয়েছে। যার মধ্যে ব্যাপক অনিয়ম রয়েছে। যেমন একই পরিবারের মধ্যে একাধিক কার্ড বিতরন করা হয়েছে। অনেকের কাছ থেকে কার্ড বাবদ ৪/৫ হাজার টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে। অনেকে নিজের স্ত্রীর নামে দুইটা কার্ড নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এমন ঘটনা শার্শা উপজেলা প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে লক্ষ করা গেছে। অনিয়মে দেখা গেছে শার্শার উলাশী ইউনিয়নে ২ নং ওয়ার্ডে এক নেতার ছোট ভাইয়ের স্ত্রীর নামে ৩৮১ নং সিরিয়ালে রেখা সুলতানা ও ৪২৫ নং সিরিয়ালে রেখা খাতুন নামে দুইটি কার্ডে খাদ্য বান্ধবের ১৫ টাকা কেজি দরের দুইটি কার্ড দেওয়া হয়েছে। একই ভাবে বাগআঁচড়া ইউনিযনের বাগাডাঙ্গা গ্রামের এক ব্যাক্তির নামে দুইটি কার্ড দিয়েছে।

অপরদিকে কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের একাধিক গরীব অসহায় মহিলাদের থেকে ৪/৫ হাজার টাকার বিনিময়ে ভার্না নেবল ইউমেন বেনিফিট (ভিডাব্লুবি) কার্ড বিতরন করা হয়েছে। ভুক্ত ভোগীরা জানান টাকা নেওয়া ব্যাক্তির নাম প্রকাশ করলে তাদের কার্ড বাতিল করে দেবে।এ ছাড়া কায়বা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল হাই গাজী, আব্দুল হামিদ গাজী, রত্না খাতুন, ইমরান হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল গফফারসহ একাধিক অবস্থাশালী ব্যাক্তির নামে খাদ্যবান্ধবের কার্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অনেক ব্যাক্তি বিগত দিনে এসব সরকারী সুবিধা পেলেও এ বারও নতুন কার্ড পেয়ে সুবিধা ভোগ করছে। সূত্রে জানাগেছে, এসব কার্ড বিতরনে অন লাইনে খরচ আছে বলে ধলদার এক ব্যাক্তি উলাশী ইউনিয়নের উদ্যেক্তা রায়হানের নামে কার্ড প্রতি দুইশ টাকা করে আদায় করেছে। এ ব্যাপারে জানতে চাইলে কায়বা ইউনিয়নের বিএনপি’র এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন কায়বা ইউনিয়নে খাদ্য বান্ধব ও ভার্না নেবল ইউমেন বেনিফিট (ভিডাব্লুবি) কার্ড বিতরনে ব্যাপক অনিয়ম হয়েছে।

তিনি বলেন এ ইউনিয়নের সাবেক এক জনপ্রতিনিধি এসব অনিয়মের সাথে জড়িত রয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে। এ ব্যাপারে জানতে চাইলে বাগআঁচড়া ইউনিয়নের এক নেতা বলেন খাদ্য বান্ধব ও ভার্না নেবল ইউমেন বেনিফিট (ভিডাব্লুবি) কার্ড বিতরন স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা স্বজন প্রীতি করে আত্মীয় করন করেছে। যে কারনে এসব কার্ড বিতরনে অনেক অনিয়ম হয়েছে।
এ ব্যাপারের জানতে চাইলে উলাশী ইউনিয়নের ২নং ওয়ার্ডর এক ব্যাক্তি জানান, তাদের ওয়ার্ডে প্রকৃত পাওয়ার যোগ্য গরীবেরা কার্ড পাইনি। যারা ভাগ বাটোয়ারা করেছে তার্ইা এসব কার্ড ভাগ করে নিয়েছে বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাই ই গুলশান জানান, শার্শা উপজেলায় ১১টি ইউনিয়নে ২৭৬০টি ভার্না নেবল ইউমেন বেনিফিট (ভিডাব্লুবি) কার্ড বিতরন করা হয়েছে। তিনি বলে এসব কার্ড বিতরনে কোন অনিয়মের অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানা অফিসার ইন চার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য বান্ধব ও ভার্না নেবল ইউমেন বেনিফিট (ভিডাব্লুবি) কার্ড বিতরনে প্রভাবশালীদের নিয়ন্ত্রন থাকায় চাল বিতরনে আইনশৃঙ্খলা বিঘি্ন হচ্ছে। অনেক গরীব, ভিক্ষুকরা কার্ড পাইনি বলে কার্ড বিতরনে অসচ্ছতা রয়েছে বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান বলেন শার্শা উপজেলার কোথাও খাদ্য বান্ধব ও ভার্না নেবল ইউমেন বেনিফিট (ভিডাব্লুবি) কার্ড বিতরন অনিয়মের অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আয়শা/২৭ আগস্ট ২০২৫/রাত ৮:১২

▎সর্বশেষ

ad