ডেস্ক নিউজ : অবকাঠামো উন্নয়নের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে ২৪ আগস্ট থেকে টানা চার দিন ধরে তারা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণে ধারাবাহিক কর্মসূচি পালনের পরও কোনো সাড়া না পেয়ে বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বরিশালের দপদপিয়া ব্রিজসংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটার এবং বিশ্ববিদ্যালয়ের পেছনে ভোলা-বরিশাল সড়কের পাশে নির্মাণাধীন বিটেক ভবন দখলে নেন।
এ সময় তারা উত্তেজিত কণ্ঠে বিভিন্ন স্লোগান দেন এবং দুই ভবনে যথাক্রমে ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন’ ও ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল’ লেখা ব্যানার টানিয়ে দেন।
অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী আরমান হোসাইন বলেন, “আমরা প্রতিবাদের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানে ব্যানার টাঙিয়েছি। অবকাঠামো উন্নয়নের দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করলেও প্রশাসন ভ্রুক্ষেপ করেনি। অথচ আমাদের সঙ্গে একই সময়ে প্রতিষ্ঠিত অনেক বিশ্ববিদ্যালয় উন্নয়নে অধিক বাজেট পাচ্ছে। এতে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা দ্রুত সমাধান চাই।”
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান বলেন,“২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার। জাতীয় পর্যায়ে বিভিন্ন সাফল্য অর্জন করলেও সরকার ও প্রশাসন আমাদের প্রতি সুনজর দেয়নি। এ বৈষম্যের অবসান চাই। এজন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় নানাবিধ সংকটে ভুগছে। শিক্ষার্থীরা এর সমাধান চেয়ে আন্দোলন করছে। সরকার ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। শিক্ষার্থীরা যে দুটি প্রতিষ্ঠানে ব্যানার টেনেছে, সে বিষয়ে আগামীকাল তাদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।”
কুইকটিভি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/দুপুর ১:২১