প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান বুয়েট ভিসির

Ayesha Siddika | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ - ০৮:১৩:৫৮ পিএম

ড্কে নিউজ : প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচারের পাশাপাশি তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশবিদ্যালয়—  বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তাদের সমর্থন জানান উপচার্য। এসময় শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতেও অনুরোধ করেন তিনি। এদিকে, পুলিশি হামলার প্রতিবাদ ও সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিকেলে শাহবাগ থেকে ৫ দফা ঘোষণা দেয় শিক্ষার্থীরা। জানায়, শাহবাগে অবস্থান করবে তারা। উপদেষ্টাদের সশরীরে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে বলেও দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে।

শিক্ষার্থীরা বলেন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। হামলাকারীদের আটক ও চাকরি থেকে বহিষ্কারেরও দাবি জানান তারা। বলেন, প্রকৌশল খাতের অপমৃত্যু হয়েছে- এ জন্য গায়েবানা জানাজাও পড়েন আন্দোলনকারীরা। এর আগে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ সমাবেশ করেন প্রকৌশল শিক্ষার্থীরা।

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।

 

 

আয়শা/২৭ আগস্ট ২০২৫/রাত ৮:১২

▎সর্বশেষ

ad